ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের সঙ্গে বৈঠকটি ‘অত্যন্ত কার্যকর’ ছিল: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
চীনের সঙ্গে বৈঠকটি ‘অত্যন্ত কার্যকর’ ছিল: ট্রাম্প চীনা প্রতিনিধির সঙ্গে ট্রাম্প

চীনের প্রতিনিধিদের সঙ্গে বাণিজ্যিক বৈঠকটি ‘অত্যন্ত কার্যকর’ ছিল বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘খুব সহায়ক’ উল্লেখ করে এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের সমর্থনে খুব সহায়ক ছিলেন জিনপিং।

তিনি আরও বলেন, চীন শেষমেষ তাদের কাছে বিপুল পরিমাণ পারমাণবিক অস্ত্রই চায়।

চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে দু’দিনব্যাপী (২৩ ও ২৪ ফেব্রুয়ারি) বৈঠক করেছে যুক্তরাষ্ট্র এবং চীনের প্রতিনিধিরা।

অন্যদিকে আগামী বুধবার (২৭ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ভিয়েতনামে দ্বিতীয়বারের মতো ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।