ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বে মানবাধিকার হারিয়ে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
বিশ্বে মানবাধিকার হারিয়ে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বজুড়ে বিদেশাতঙ্ক, বর্ণবাদ ও অসহিষ্ণুতা বেড়ে যাচ্ছে এবং মানবাধিকার হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের উদ্দেশ্য করে তাদের নাগরিক অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে উল্লেখ করে এর নিন্দা প্রকাশ করেন জাতিসংঘ প্রধান।

গুতেরেস বলেন, বিগত তিন বছরে প্রায় এক হাজার সাংবাদিক ও মানবাধিকার কর্মীকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, ২০১৮ সালে প্রতি সপ্তাহে গড়ে প্রায় চারজন পরিবেশ রক্ষাকর্মীকে হত্যা করা হয়েছে, যাদের বেশিরভাগই আদিবাসী ছিলেন।

এসব কর্মীদের রক্ষা এবং যারা মানবাধিকারের কথা বলেন, তাদের প্রতি প্রতিহিংসা বন্ধ করতে আমাদের আরও পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন গুতেরেস।

বক্তব্যে অর্থনৈতিক বৈষম্যের কথা বলেছেন মহাসচিব। সেইসঙ্গে ‘সংগৃহীত তথ্যসমূহ’ ও ‘ফেস রিকগনিশন’ প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে বলেও সতর্কতা প্রকাশ করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এসএ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।