সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের উদ্দেশ্য করে তাদের নাগরিক অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে উল্লেখ করে এর নিন্দা প্রকাশ করেন জাতিসংঘ প্রধান।
গুতেরেস বলেন, বিগত তিন বছরে প্রায় এক হাজার সাংবাদিক ও মানবাধিকার কর্মীকে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, ২০১৮ সালে প্রতি সপ্তাহে গড়ে প্রায় চারজন পরিবেশ রক্ষাকর্মীকে হত্যা করা হয়েছে, যাদের বেশিরভাগই আদিবাসী ছিলেন।
এসব কর্মীদের রক্ষা এবং যারা মানবাধিকারের কথা বলেন, তাদের প্রতি প্রতিহিংসা বন্ধ করতে আমাদের আরও পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন গুতেরেস।
বক্তব্যে অর্থনৈতিক বৈষম্যের কথা বলেছেন মহাসচিব। সেইসঙ্গে ‘সংগৃহীত তথ্যসমূহ’ ও ‘ফেস রিকগনিশন’ প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে বলেও সতর্কতা প্রকাশ করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এসএ/টিএ