ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বুরকিনা ফাসোতে সশস্ত্র বাহিনীর অভিযানে ২৯ চরমপন্থী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
বুরকিনা ফাসোতে সশস্ত্র বাহিনীর অভিযানে ২৯ চরমপন্থী নিহত বুরকিনা ফাসো

ঢাকা: বুরকিনা ফাসোতে প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ২৯ জন চরমপন্থী নিহত হয়েছেন।

গত সপ্তাহে দেশটির পূর্বাঞ্চলে এ অভিযান চালানো হয়।

দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল করিম আউলি বলেন, রোববার (২৪ ফেব্রুয়ারি) এবং ১৯ ও ২০ ফেব্রুয়ারি আকাশ ও স্থলপথে দেশটির বিশেষ বাহিনী কোম্পিয়েনবিগা, কাবোঙ্গা এবং একটি পর্যটন এলাকাতে অভিযান চালায়।

সেসময় চরমপন্থীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য উপকরণও জব্দ করা হয়েছে।

বিগত বছরগুলোতে বুরকিনা ফাসোতে চরমপন্থী হামলার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

উত্তর সাহেল অঞ্চলে আসা এসব হুমকি এখন নিগার সীমান্তের পূর্বদিকে অবস্থিত বনভূমি পর্যন্ত পৌঁছে গেছে।

সরকার সম্প্রতি সাতটি অঞ্চলের ১৪টি প্রদেশেই জরুরি অবস্থা ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।