তার সন্ধান চেয়ে যুক্তরাষ্ট্র ১ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ কোটি টাকা) পুরস্কার ঘোষণা করার পর শুক্রবার (১ মার্চ) হামজার নাগরিকত্ব বাতিলের ঘোষণা দেয় সৌদি সরকার।
সংবাদমাধ্যমগুলো জানায়, হামজা বিন লাদেন জঙ্গি গোষ্ঠীর একজন প্রধান নেতা।
একই সঙ্গে এর জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর ওপর হামলা চালাতে সাম্প্রতিক বছরগুলোতে অজ্ঞাত স্থান থেকে অডিও ও ভিডিও বার্তা প্রকাশ করেছেন তিনি।
সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার দায়ে ৩০ বছর বয়েসী হামজা বিন লাদেনকে দুই বছর আগে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র।
২০১১ সালে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হাতে ওসামা বিন লাদেন নিহত হন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে ভয়াবহ হামলার জন্য তাকে ‘প্রধান হোতা’ মনে করা হয়। ওই হামলায় প্রায় ৩ হাজারের মতো মানুষের প্রাণহানি ঘটে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ১, ২০১৯
এসএ/এইচএ/
** লাদেনপুত্রের সন্ধানে ১ মিলিয়ন ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের