ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্পেনে অবৈধ অভিবাসীর সংখ্যা কমছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৯
স্পেনে অবৈধ অভিবাসীর সংখ্যা কমছে স্পেনে সমুদ্রপথে অবৈধভাবে প্রবেশকারী অভিবাসী/ছবি: সংগৃহীত

স্পেনে সমুদ্রপথে অবৈধভাবে প্রবেশকারী অভিবাসীদের সংখ্যা কমে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার।

শনিবার (২ মার্চ) স্পেনের উত্তরে অবস্থিত আফ্রিকান ছিটমহল মেলিলাতে সফরকালে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নেন্দো গ্র্যান্ডে-মারলাস্কা বলেছেন, বিগত মাসগুলোতে অভিবাসীদের অবৈধভাবে প্রবেশের যে প্রবণতা ছিল তা কমে গেছে।

দেশটিতে ২০১৯ সালের জানুয়ারিতে অবৈধভাবে প্রবেশকারী অভিবাসীর সংখ্যা ছিল প্রায় ৪ হাজার।

তবে ফেব্রুয়ারিতে তা কমে ৯৩০ জনে দাঁড়িয়েছে।

২০১৮ সালে ইউরোপীয় দেশগুলোর মধ্যে অবৈধভাবে সবচেয়ে বেশি অভিবাসী প্রবেশ করেছে স্পেনে। যেদিকে ২০১৭ সালে এর সংখ্যা ছিল ২১ হাজার, সেদিকে ২০১৮ সালে তা বেড়ে দাঁড়িয়েছিল প্রায় ৫৭ হাজারে।

স্পেনে অবৈধভাবে বিপুল পরিমাণ অভিবাসী প্রবেশ করায় সমাজতান্ত্রিক দলগুলোর নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করেছে বিরোধী দলগুলো। অভিবাসীদের প্রতি সরকারের নমনীয়তাই এর মূল কারণ হিসেবে বলছে তারা।

ইতালিসহ ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলোর চেয়ে স্পেনে অভিবাসীদের সাদরে গ্রহণ করে নেওয়া হচ্ছিল।

তবে সম্প্রতি তারা অবৈধভাবে প্রবেশকারী অভিবাসীদের সংখ্যা কমিয়ে আনার জন্যে কিছু পদক্ষেপ নিতে শুরু করেছে।  

এই পদক্ষেপগুলো আগস্টে দেশটির আসন্ন সাধারণ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে থাকবে বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এসএ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।