চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, ২০২০ সালে নতুন উচ্চ প্রযুক্তির ম্যাগলেভ ট্রেন নামাতে চাইছে চীন। যাতে কোনো চালক থাকবে না।
কর্তৃপক্ষ বলছে, যারা দ্রুতগতির নতুন ট্রেন ভ্রমণের স্বপ্ন দেখছেন, তারা রেকর্ড ভাঙা এই ট্রেনগুলো চড়ার জন্য প্রস্তুতি নিতে পারেন।
ট্রেনগুলো হবে মাঝারি কম গতির ম্যাগলেভ। যদিও এখনও বিস্তারিত জানানো হয়নি।
দেশিয় সিআরআরসি জুজুহো লোকেমোটিভস কোম্পানির মাধ্যমে এককভাবে ম্যাগলেভ ট্রেনগুলো বানাচ্ছে চীন।
বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বলা হয় ম্যাগলেভ ট্রেনকে। যা না-কি শুধু জাপানে আছে।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
টিএ