ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কলম্বিয়ায় প্লেন বিধ্বস্ত হয়ে মেয়রসহ নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
কলম্বিয়ায় প্লেন বিধ্বস্ত হয়ে মেয়রসহ নিহত ১২

লাতিন আমেরিকার উত্তরাঞ্চলের দেশ কলম্বিয়ায় একটি প্লেন বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর তারাইরার মেয়র দরিস ভিয়েগাস, তার স্বামী ও কন্যাও ছিলেন।

শনিবার (৯ মার্চ) আন্দিজ পর্বতমালা ও ল ইয়ানস তৃণভূমির সংযোগ এলাকা ভিয়াভিসেন্সিওতে এ দুর্ঘটনা ঘটে। সপরিবারে মেয়র ছাড়াও প্রাণ হারিয়েছেন প্লেনের পাইলট ও মালিক হেইমে ক্যারিয়ো, কো-পাইলট হেইমে হেরেরা এবং এয়ারলাইন্স বিষয়ক বিশেষজ্ঞ আলেক্স মোরেনো।

ডগলাস ডিসি-৩ নামের যুক্তরাষ্ট্রে নির্মিত দুই ইঞ্জিনের এই প্রপেলার প্লেনটি স্যান হোস দেল গুয়াভিয়ার থেকে ভিয়াভিসেন্সি শহরে যাচ্ছিল।  

ভিয়াভিসেন্সির অ্যারোনটিক্যা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলেছে, প্লেনটির একটি ইঞ্জিন বন্ধ হয়ে গেলে পাইলট জরুরি অবতরণের চেষ্টা করেন। এরপর এটি সংশ্লিষ্ট এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ারের সঙ্গে যোগাযোগ হারায়। তারপর আগুন ধরে এটি বিধ্বস্ত হয়ে যায়। দুর্ভাগ্যবশতঃ কেউই বেঁচে নেই।

দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কলম্বিয়ান প্রেসিডেন্ট ইভান দুক। একইসঙ্গে তাদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।