ব্রেন্টন ট্যারেন্ট নামে ২৮ বছর বয়সী সন্দেহভাজন ওই হামলাকারী অস্ট্রেলিয়ান নাগরিক।
এদিকে হামলার ঘণ্টা কয়েক আগে নিজের ফেসবুক পোস্টে ৭৩ পৃষ্ঠার ম্যানিফোস্টো প্রকাশ করেন ওই হামলাকারী।
শুক্রবারের (১৫ মার্চ) হামলায় পুলিশ ব্রেন্টন ছাড়াও আরো তিন সন্দেহভাজনকে তাদের হেফাজতে নিয়েছে।
দরিদ্র পরিবারের সন্তান ব্রেন্টন তার ম্যানিফেস্টোতে উল্লেখ করেন, প্রথমে ডানেডিনের (নিউজিল্যান্ডের একটি শহর) কোনো মসজিদে হামলাটি চালানোর পরিকল্পনা করা হয়। হঠাৎ-ই সে পরিকল্পনা পরিবর্তন করা হয়।
এছাড়া ২০১৭ সালের ৭ এপ্রিল সুইডেনের স্টকহোমের একটি সন্ত্রাসী হামলার ঘটনা তার মধ্যে পরিবর্তন তৈরি করে বলেও ম্যানিফেস্টোতে উল্লেখ করেন ব্রেন্টন।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের শহর গ্রাফটনে বেড়ে ওঠা ব্রেন্টনের পড়ালেখার প্রতি তেমন কোনো আগ্রহ ছিলো না। উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের কোনো সুযোগ বা কর্মকাণ্ড তাকে টানতো না।
ব্রেন্টনের বাবা ছিলেন একজন পূর্ণমাত্রার অ্যাথলেট, যিনি ২০১০ সালে ক্যান্সারে মারা যান। মা এখনো জীবিত, পরিবারের অনেব সদস্য বাস করছেন নিউ সাউথ ওয়েলসে। আর শরীরচর্চায় বেশ মনোযোগী ছিলেন ব্রেন্টন।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
জেডএস