ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে সন্ত্রাসী হামলায় ৪৯ জন নিহত হয়েছেন। নূর মসজিদে হামলাকারীদের একজন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত।
হামলার সময় তিনি ১৭ মিনিট ফেসবুক লাইভ স্ট্রিমিং করেন। যেখানে দেখা গেছে গাড়ি নিয়ে এসে মসজিদে ঢুকে ভিডিও গেমের মতো বাস্ততে নৃশংসভাবে মসজিদে প্রার্থনারতদের উপর গুলি চালাচ্ছেন তিনি। হামলা শেষে পথে সামনে পড়া নারীকেও রেহাই দেননি। রয়েছে শিশুও। রক্তাক্ত এ ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব প্রচারমাধ্যমে।
শুরু থেকেই প্রচারমাধ্যমে এ ভিডিও দেখানোয় সমালোচনার ঝড় বইছিল।
নিউজিল্যান্ড পুলিশের এক মুখপাত্র এ ধরনের পীড়াদায়ক মর্মান্তিক হামলা সংশ্লিষ্ট ভিডিও প্রচার করা আপত্তিকর বলে অভিহিত করেন।
এরপর প্রধানমন্ত্রী নিজেই ভিডিও না ছড়ানোর নির্দেশ দিলেন।
বাংলাদেশ সময়: ০৩৫৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
এএ