প্রায় ৬ মাস আত্মগোপনে থাকা আইএস নেতা আবু হাসান আল-মুহাজির নীরবতা ভেঙে ৪৪ মিনিটের এক অডিও টেপ প্রকাশ করেছেন। ঐ অডিও বার্তায় তিনি ক্রাইস্টচার্চ হামলার বিষয়ে কথা বলেছেন।
অডিও রেকর্ডে হাসান আল-মুহাজির বলেন, ‘দুই মসজিদে চালানো গণহত্যার দৃশ্যগুলো যারা বোকা তাদের জেগে ওঠা উচিত। আর তাদের ধর্মের ওপর হামলার প্রতিশোধ নেয়ার জন্য খিলাফতের সদস্যদের সমর্থন করা উচিত। '
ইরাক ও সিরিয়ায় বহুমুখী হামলায় একের পর এক ভূমি হারিয়ে এখন প্রায় ভূমিহীন হওয়ার পথে আইএস। শেষ অধ্যুষিত অঞ্চল সিরিয়ার বাঘিজে দেশটির সরকারি বাহিনী ও মার্কিন সমর্থনপুষ্ট বাহিনীর সঙ্গে লড়ছে তারা।
ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার দায়ে এক ২৮ বছর বয়সী অস্ট্রেলিয়ান নাগরিককে গ্রেপ্তার করে আদালতে হাজির করেছে নিউজিল্যান্ডের পুলিশ।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এমএইচএম