ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কলম্বিয়ায় নৃ-গোষ্ঠী এলাকায় বিস্ফোরণে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
কলম্বিয়ায় নৃ-গোষ্ঠী এলাকায় বিস্ফোরণে নিহত ৯

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত এক এলাকায় বিস্ফোরণে কমপক্ষে নয়জন নিহত ও চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) দাগুয়া পৌরসভার একটি বাড়িতে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

শহরটির প্রধান মহাসড়কে নৃ-গোষ্ঠীর লোকেরা ১০ দিন ধরে অবরোধ চালিয়ে আসছে।

নিজেদের প্রাপ্য জমি এবং সামাজিক কর্মকাণ্ডের জন্য অর্থায়নের দাবিতে এ অবরোধ চালাচ্ছে তারা। এরমধ্যেই বিস্ফোরণটি ঘটলো।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, এই অবরোধের মধ্যে এক পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। তবে বিক্ষোভের কারণে কিছু এলাকায় জ্বালানি ও খাদ্যদ্রব্যেরও ঘাটতি দেখা দিয়েছে।  

সাড়ে ৪ কোটিরও বেশি অধিবাসীর দেশ কলম্বিয়ায় প্রায় ৮৫টি জাতি-গোষ্ঠী রয়েছে। দেশটির প্রায় ১০ লাখ অধিবাসীই কোনো না কোনো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।