সোমবার (২৫ মার্চ) মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন।
জেসিন্ডা আর্ডার্ন বলেন, হামলার ঘটনাটি আমাদের ইতিহাসের কালো অধ্যায়।
তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যরা এ ব্যাপারে একমত পোষণ করেছেন।
হামলাটি প্রতিরোধে কি করা উচিৎ ছিল তাও খাতিয়ে দেখবে রয়েল কমিশন।
এর আগে হামলার ঘটনার তদন্তের ব্যাপারে একমত হয়েছিল মন্ত্রিপরিষদের সদস্যরা। তবে কি ধরনের তদন্ত হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি তখন।
গত ১৫ মার্চ জুমার নামাজের পর ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ ও লিনউড মসজিদে এবং আরেকটি স্থানে সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় ৫০ জন নিহত এবং প্রায় ৪৮ জন আহত হন। হামলাকারী শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ব্রেন্টন ট্যারেন্টকে (২৮) পরে আটক করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এসএ/আরআর