ঢাকা, রবিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২৩ জুন ২০২৪, ১৫ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

অবৈধ প্রবেশ ঠেকাতে মেক্সিকোকে ট্রাম্পের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৯
অবৈধ প্রবেশ ঠেকাতে মেক্সিকোকে ট্রাম্পের হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ঢাকা: মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের অবৈধ প্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা গাড়িতে শুল্ক বৃদ্ধি করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চলতি সপ্তাহেই মেক্সিকো যদি অবিলম্বে মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্ত দিয়ে অভিবাসীদের অবৈধ প্রবেশ বন্ধ করতে না পারে, তবে সীমান্তটি বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে সীমান্ত বন্ধের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার পূর্বে, কম কঠোর কিছু পদক্ষেপ নিয়ে অভিবাসীদের অবৈধ প্রবেশ বন্ধের চেষ্টা করবেন বলে বৃহস্পতিবার (৪ এপ্রিল) জানিয়েছেন তিনি।

 

শুক্রবার (৫ এপ্রিল) ক্যালিফোর্নিয়ায় যাত্রাকালে সীমান্ত পরিদর্শন করবেন ট্রাম্প।

সীমান্ত সংকট সমাধানে আপ্রাণ চেষ্টা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এরই জেরে নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে সর্বশেষ এমন ঘোষণা দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
এসএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।