ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

ইসরায়েলি বন্দর ব্যবহার করা জাহাজে হুতিদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
ইসরায়েলি বন্দর ব্যবহার করা জাহাজে হুতিদের হামলা হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে গ্রিক মালিকানাধীন এমভি টিউটরে হামলার ফুটেজ প্রকাশ করে

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বলছে, ইসরায়েলি বন্দর ব্যবহার করা একটি বাণিজ্যিক জাহাজে তারা হামলা চালিয়েছে। পাশাপাশি মার্কিন বিমানবাহী একটি রণতরীতেও হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি।

খবর আল জাজিরার।

ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার এক টিভি ভাষণে বলেন, আরব সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ট্রান্সওয়ার্ল্ড নেভিগেটরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।

তিনি বলেন, জাহাজটিকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল কারণ, এর মালিকানাধীন কোম্পানি ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের বন্দরগুলোতে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল।

ইসরায়েলি বন্দরে নোঙর করা সব জাহাজ হামলার লক্ষ্যবস্তু হবে- এমন হুমকি হুতিরা আগেই দিয়েছিল।

পূর্বের হুমকির ইঙ্গিত করে যে ইসরায়েলি বন্দরে ডকিং সমস্ত জাহাজ লক্ষ্যবস্তু হিসাবে বিবেচিত হবে।

এমভি টিউটর নামে একটি জাহাজ ডোবার সপ্তাহেই গুরুত্বপূর্ণ সামুদ্রিক এ পথে নতুন করে হামলার ঘটনা ঘটল।  

হুতির সামরিক মুখপাত্র সারি আরও দাবি করেন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউএসএস আইজেনহাওয়ারে হামলা চালানো হয়েছে। গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই মার্কিন নৌবাহিনী জাহাজটি এ অঞ্চলে নিয়ে আসে।

বিস্তারিত বর্ণনা না দিয়ে তিনি বলেন, অপারেশনটি সফলভাবে লক্ষ্য অর্জনে সমর্থ হয়েছে।

তবে এক মার্কিন কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, হুতি বিদ্রোহীদের হামলার দাবি সত্য নয়।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ