ঢাকা, রবিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২৩ জুন ২০২৪, ১৫ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

অমিত শাহকে মনোনয়ন না দিতে কংগ্রেসের অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৯
অমিত শাহকে মনোনয়ন না দিতে কংগ্রেসের অনুরোধ বিজেপির সভাপতি অমিত শাহ। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহকে গান্ধীনগর এলাকা থেকে মনোনয়ন না দেয়ার অনুরোধ জানিয়েছে বিরোধী দল কংগ্রেস।

শনিবার (০৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম বলছে, নির্বাচন কমিশনকে দেয়া সম্পত্তির হিসাবে ভুল তথ্য দেয়ার অভিযোগে কমিশনের কাছে এ অনুরোধ জানিয়েছে কংগ্রেস।  

নির্বাচন কমিশনকে দেয়া অভিযোগপত্রে দলটি বলেছে, কমিশনকে ইচ্ছাকৃতভাবেই আবারও একটি ভুল সম্পত্তির হিসাব দিয়েছেন অমিত শাহ।

তার দেয়া হিসাবে গান্ধীনগরের একটি জমি এবং বাণিজ্যিক ব্যাংক থেকে তার ছেলের নামে নেয়া ঋণ- এ দু’টি বাদ দেয়া হয়েছে।

কংগ্রেসের দাবি, সরকারি নথি অনুযায়ী গান্ধীনগরের সম্পত্তির বাজারদর ৬৬ লাখ ৫০ হাজার টাকা। অথচ নির্বাচন কমিশনকে দেয়া হিসাবে এ সম্পত্তির মূল্য ২৫ লাখ টাকা দেখানো হয়েছে।

পাশাপাশি নির্বাচনের মনোনয়ন দাখিলের আগেই নিজের দু’টি সম্পত্তি কালুপুর কমার্শিয়াল কো-অপারেটিভ ব্যাংকের কাছে বন্ধক রেখে নিজের ছেলে জয় শাহ-এর কোম্পানি ‘কুসুম ফিনসার্ভ’-এর জন্য ২৫ কোটি টাকা ঋণ নেন অমিত।  

এই ঋণের জন্য জিম্মাদার ছিলেন তিনি নিজেই। কিন্তু নির্বাচন কমিশনকে দেয়া হিসাবে ঋণের ব্যাপারটি উল্লেখ করেননি অমিত শাহ।

তাই গান্ধীনগর কেন্দ্র থেকে যাতে অমিত শাহকে মনোনয়ন না দেয়া হয়, সে ব্যাপারে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে দলটি।

সেই সঙ্গে নির্বাচন কমিশনকে ভুল হিসাব দেয়ার অভিযোগে বিজেপি সভাপতির বিরুদ্ধে তদন্ত শুরু করার অনুরোধও জানিয়েছে কংগ্রেস।

বাংলাদেশ সময় : ১৭০২ ঘন্টা, এপ্রিল ০৬, ২০১৯
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।