ঢাকা, রবিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২৩ জুন ২০২৪, ১৫ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

ফের ক্ষমতায় এলে ৩৩ শতাংশ সংরক্ষিত নারী আসন: বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৯
ফের ক্ষমতায় এলে ৩৩ শতাংশ সংরক্ষিত নারী আসন: বিজেপি ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি প্রধান নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে জয়ী হয়ে আবারও ক্ষমতায় এলে নারীদের জন্য দেশটির সংসদে ৩৩ শতাংশ সংরক্ষিত আসন রাখা হবে বলে জানিয়েছে ক্ষমতাসীন দল বিজেপি।

সোমবার (০৮ এপ্রিল) লোকসভা নির্বাচন ঘিরে নিজেদের প্রকাশিত ইশতেহারে এ কথা জানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল।

ইশতেহারে বলা হয়েছে, আবারও ক্ষমতায় এলে নারী কল্যাণ ও অগ্রগতিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।

সে লক্ষ্যেই সংসদে নারীদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষিত আসন রাখা হবে।

পাশাপাশি ২০১৭ সালে পণ্য ও সেবার ওপর মোদী সরকার যে শুল্ক আরোপ করেছে, তা-ও কমানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে দলটি।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এসএ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।