ঢাকা, রবিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২৩ জুন ২০২৪, ১৫ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৯
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অগ্নিকাণ্ড

ঢাকা: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। কার্যালয়ের তৃতীয় তলা থেকে আগুন ছড়ানোর সময় ওই ভবনের একটি তলায় ছিলেন ইমরান খান। তবে তিনি অক্ষত ও সুস্থ আছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে বৈদ্যুতিক শর্ট-সার্কিট এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র। তাৎক্ষণিক তৃতীয় তলাসহ ওই ভবনের কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে নেওয়া হয়।

ওই মুখপাত্র জানান, ফায়ার ব্রিগেডের তাৎক্ষণিক তৎপরতায় দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় সব কর্মকর্তা-কর্মচারীই নিরাপদ রয়েছেন।

সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের জিও টেলিভিশনের অনলাইনের খবরে বলা হয়, আগুনের সূত্রপাতের সময় কার্যালয়ের ভেতরে একটি সভা করছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান। পরে তাকেসহ কর্মকর্তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

জিও টেলিভিশনের অনলাইন বলছে, তৃতীয় তলার একটি বাথরুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ঘটনাটির বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।