ঢাকা, রবিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২৩ জুন ২০২৪, ১৫ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

লিবিয়ায় সংঘাতে ঘরছাড়া ৩ হাজার মানুষ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৯
লিবিয়ায় সংঘাতে ঘরছাড়া ৩ হাজার মানুষ সংঘাতে ঘরছাড়া ৩ হাজার মানুষ, ছবি: সংগৃহীত

ঢাকা: সরকারবিরোধী হামলা-সংঘর্ষে উত্তাল লিবিয়ার রাজধানী ত্রিপোলি। শাসন ক্ষমতা দখলে রাজধানীটিতে কয়েকদিন ধরেই চলছে সংঘাত। আর এর জেরে এ পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ ত্রিপোলির বাড়ি-ঘর ছেড়ে দিয়েছেন।

তবে এখনও অনেক নাগরিক সহিংসতার ভেতরে আটকে রয়েছেন। যারা জরুরি সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন।

জাতিসংঘ বলছে, চলমান সংকটের কারণে ত্রিপোলি ছেড়েছেন এ পর্যন্ত দুই হাজার ৮০০ মানুষ।

দেশটিতে বৃহস্পতিবার (০৪ এপ্রিল) থেকে জাতিসংঘ সমর্থিত সরকারের বিরুদ্ধে সংঘাত শুরু হয়। জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বে হামলা শুরু করে দেশটির সেনাবাহিনী।

দেশের প্রধানমন্ত্রী ফয়েজ আল-সিরাজ অভিযোগ করেছেন, জেনারেল হাফতার সেনা অভ্যুত্থানের চেষ্টা করছেন। বিদ্রোহীদের কঠোরভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সরকার বলছে, সংঘর্ষে ৩২ জন নিহত হয়েছেন এবং জেনারেল হাফতার বাহিনীর দাবি, তারা অন্তত ১৪ জন যোদ্ধা হারিয়েছে।

এছাড়া শনিবার (০৬ এপ্রিল) হত্যা করা হয়েছে রেড ক্রিসেন্টের এক ডাক্তারকে।

ক্ষমতাধর দেশগুলো এরইমধ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় লিবিয়া থেকে কর্মীদের সরিয়ে নিতে শুরু করেছে।

এর আগে, জাতিসংঘ দুই ঘণ্টা সংঘাত বিরতির আহ্বান জানায়, যাতে হতাহত এবং বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া যায়। এর প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ সংঘাত অবসানের ঘোষণা দেয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ত্রিপোলির বিরুদ্ধে এই একতরফা সামরিক অভিযান বেসামরিক নাগরিকদের বিপন্ন করছে এবং লিবিয়ার সব নাগরিকের সুন্দর ভবিষ্যতের জন্য হুমকি।

বাংলাদেশ সময়; ২১৫২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।