রোববার (২১ এপ্রিল) খ্রিস্টান ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে বিভিন্ন গির্জায় প্রার্থনারত ধর্মাবলম্বী ও হোটেলে বিস্ফোরণের ঘটনার ঘটে। এতে অন্তত ১৩৮ জন নিহত ও চার শতাধিক মানুষ আহত হয়েছেন।
ওই ঘটনার পর দেওয়া এক বিশেষ বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, তিন বাহিনী ছাড়াও পুলিশ এবং বিশেষায়িত ফোর্সকে ঘটনার দ্রুত তদন্ত করে জড়িতদের বের করতে বলা হয়েছে।
এদিকে বিস্ফোরণের ঘটনায় দেশটিতে আগামী দুইদিন সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আকিলা ভিরাজ কারিওসাম।
এর আগে সকালে রাজধানী কলম্বোসহ দেশটির তিনটি গির্জা ও তিনটি অভিজাত হোটেলে একযোগে বোমা হামলা চালানো হয়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
জেডএস/