সপ্তম হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। আর অষ্টম হামলায় আরও তিনজন মারা গেছেন বলে জানা গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, এ পর্যন্ত আটটি বোমা হামলা হয়েছে শ্রীলঙ্কায়। দেহিওয়ালাও একটি হোটেলে হামলা হয়েছে। এ নিয়ে চারটি হোটেলে হামলা। এখানকার হোটেলটি একটি চিড়িয়াখানার বিপরীতে। এখানে দুইজন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে রোববার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকালে দেশটির তিন গির্জা এবং তিন হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলা হয়। এতে এ পর্যন্ত ১৫৬ জন নিহত এবং পাঁচ শতাধিকেরও বেশি মানুষ আহত হয়েছেন।
আরও পড়ুন>> শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত ১৫৬, আহত ৫ শতাধিক
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
টিএ