ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিজ হামলার কয়েকঘণ্টা পর ফের ২ দফা বিস্ফোরণ শ্রীলঙ্কায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, এপ্রিল ২১, ২০১৯
সিরিজ হামলার কয়েকঘণ্টা পর ফের ২ দফা বিস্ফোরণ শ্রীলঙ্কায় হামলার পর নিরাপত্তা বাহিনীর তৎপরতা, ছবি: সংগৃহীত

ঢাকা: ভয়াবহ সিরিজ বোমা হামলার কয়েকঘণ্টা পর আরও দুইটি বিস্ফোরণ হয়েছে শ্রীলঙ্কায়। দেশটির রাজধানী কলম্বোর দেহিওয়ালা জেলার উপকূলের একটি ছোট্ট হোটেলে সপ্তমবারের মতো বিস্ফোরক হামলা হয়েছে। আরেকটি হামলা হয়েছে কলম্বোর দেমাতাগোদা জেলায়।

সপ্তম হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। আর অষ্টম হামলায় আরও তিনজন মারা গেছেন বলে জানা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, এ পর্যন্ত আটটি বোমা হামলা হয়েছে শ্রীলঙ্কায়। দেহিওয়ালাও একটি হোটেলে হামলা হয়েছে। এ নিয়ে চারটি হোটেলে হামলা। এখানকার হোটেলটি একটি চিড়িয়াখানার বিপরীতে। এখানে দুইজন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে রোববার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকালে দেশটির তিন গির্জা এবং তিন হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলা হয়। এতে এ পর্যন্ত ১৫৬ জন নিহত এবং পাঁচ শতাধিকেরও বেশি মানুষ আহত হয়েছেন।

আরও পড়ুন>> শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত ১৫৬, আহত ৫ শতাধিক

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।