রোববার (২১ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা কারফিউ জারি করা হয়েছে।
এর আগে সকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও এর আশপাশের তিনটি গির্জা, চারটি অভিজাত হোটেল এবং পৃথক আরেকটি স্থানে বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৫৮ জন নিহত এবং পাঁচ শতাধিক আহত হয়েছেন।
এ ঘটনায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা শোক জানিয়েছেন। একই সঙ্গে এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার ও সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
নিন্দা জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদরাও নিন্দা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
এসএ/জেডএস