দেশটির পুলিশ প্রধান পিয়ুথ জয়াসুন্দর গত ১১ এপ্রিল এ সংক্রান্ত গোয়েন্দা সতর্কতার বার্তা পাঠিয়ে শীর্ষ কর্মকর্তাদের সতর্ক করেছিলেন।
সতর্ক বার্তায় তিনি বলেছিলেন, উগ্রবাদী সংগঠন ন্যাশনাল তৌহিদ জামাত (এনটিজে) শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ গির্জা, এমনকি কলম্বোয় ভারতীয় হাইকমিশনে আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে।
গত বছর দেশটিতে বুদ্ধ মূর্তি ভাঙার ঘটনার মধ্য দিয়ে নজরে আসে উগ্রবাদী সংগঠনটি।
তবে রোববারের (২১ এপ্রিল) হামলার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি গোয়েন্দা সংস্থাগুলো। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
রোববার সকালে শ্রীলঙ্কার গির্জা ও অভিজাত হোটেলসহ বিভিন্ন স্থানে ভয়াবহ বোমা হামলায় শেষ পর্যন্ত ১৫৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৫ শতাধিকেরও বেশি মানুষ। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
জেডএস