রোববার (২১ এপ্রিল) স্থানীয় সময় রাতে শক্তিশালী এ বোমাটি উদ্ধার করার খবর জানায় দেশটির সংবাদ মাধ্যম।
>>>আরও পড়ুন...গির্জা-হোটেলে বোমায় রক্তাক্ত শ্রীলঙ্কা, নিহত বেড়ে ২০৭
বিমান বাহিনীর মুখপাত্র জিহান সেনেভিরাত্নের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, বিস্ফোরক ভর্তি ৬ ফিট লম্বা একটি পিভিসি পাইপ উদ্ধার করা হয়েছে।
>>>আরও পড়ুন...শ্রীলঙ্কার শোকে অন্ধকার রাখা হবে আইফেল টাওয়ার
রোববার (২১ এপ্রিল) সকালে রাজধানী কলম্বো ও এর আশপাশের তিনটি হোটেল ও তিনটি গির্জায় ছয়টি বোমা বিস্ফোরণের পর বিকেলে আরেকটি হোটেলসহ দু’টি স্থানে হামলা হয়েছে। এতে এখন পর্যন্ত ২০৭ জন মানুষের প্রাণ ঝরেছে। এদের মধ্যে ৩৫ জন বিদেশিও রয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ। এছাড়া নিখোঁজ রয়েছেন বেশ কিছু লোক, যাদের মধ্যে দুই বাংলাদেশিও আছেন।
বাংলাদেশ সময়: ০১৩৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
পিএম/এনটি