সেন্ট সেবাস্তিয়ান ক্যাথলিক গির্জা পরিদর্শনে পুলিশ, ছবি: সংগৃহীত
ঢাকা: বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সেন্ট সেবাস্তিয়ান ক্যাথলিক গির্জা পরিদর্শন করেছে শ্রীলঙ্কান পুলিশ। এসময় ধ্বংসাবশেষের আলামত নিতে কতোগুলো ছবি নেন পুলিশ সদস্যরা।
সোমবার (২২ এপ্রিল) তদন্তের অংশ হিসেবে দেশটির রাজধানী কলম্বোর নেগম্বোর এই গির্জা পরিদর্শনে যান তারা।
রোববার (২১ এপ্রিল) শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও এর আশপাশের তিনটি গির্জা এবং চারটি হোটেলসহ আটটি স্থানে ভয়াবহ বোমা হামলায় এ পর্যন্ত ২৯০ জন নিহত হয়েছেন।
আহত আছেন আরও চার শতাধিক। এছাড়া নিহত সংখ্যা বাড়ছেই। তবে এ হামলার দায় স্বীকার করেনি এখনও কেউ।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
টিএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।