ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিষ্ক্রিয় করার সময় শ্রীলঙ্কায় ফের বোমা বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
নিষ্ক্রিয় করার সময় শ্রীলঙ্কায় ফের বোমা বিস্ফোরণ রোববারের হামলার পর গির্জার সামনে পড়ে আছে হতাহতদের জুতা

দফায় দফায় বোমা হামলায় বির্পযস্ত শ্রীলঙ্কায় ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর মেলেনি।

একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এক প্রতিবেদক জানিয়েছেন, একটি গির্জার সামনে পুলিশ সদস্যরা বোমা নিষ্ক্রিয় করতে গেলে তা বিস্ফোরিত হয়। এ সময় একটি ভ্যান ক্ষতিগ্রস্ত হয়।

আতঙ্কিত হয়ে লোকজনকে ছোটাছুটি করতে দেখা যায়।

এর আগে রোববার (২১ এপ্রিল) শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও চারটি হোটেলসহ আটটি স্থানে ভয়াবহ বোমা হামলার পর জাতিগত সহিংসতার শঙ্কায় নিরাপত্তা জোরদার করে সরকার। তবে এরমধ্যেই দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি মসজিদের পেট্রোল বোমা হামলা হয়েছে। অগ্নিসংযোগ করা হয়েছে পশ্চিমাঞ্চলে মুসলিম পরিবারের দু’টি দোকানে।

তারও আগে সকালে ও বিকেলে রাজধানী কলম্বো ও এর আশপাশের চারটি হোটেল ও তিনটি গির্জাসহ আটটি স্থানে ওই ভয়াবহ বোমা হামলা হয়। এতে এখন পর্যন্ত ২৯০ জনের প্রাণহানির খবর মিলেছে। আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৪৫০ জন। নিখোঁজও রয়েছেন বেশ কিছু মানুষ। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।