শুক্রবার (২৬ এপ্রিল) এ তথ্য দেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।
তিনি বলেন, জঙ্গিগোষ্ঠী আইএসের সঙ্গে ২০১৩ সাল থেকেই শ্রীলঙ্কার এসব যুবকের সম্পৃক্ততা রয়েছে।
প্রেসিডেন্ট এও বলেন, হামলার ব্যাপারে নিরাপত্তা বাহিনীর কাছে তথ্য থাকলেও তারা আমাকে কিছু জানায়নি।
হামলার আগে দেশজুড়ে সতর্কতা জারি করার কথা জানিয়েছিল শ্রীলঙ্কান নিরাপত্তা বাহিনী। তবে সেসময় ব্যাপারটি তেমন গুরুত্বের সঙ্গে নেয়নি কর্তৃপক্ষ।
রোববার (২১ এপ্রিল) খিস্টানদের বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনের সময় শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও চারটি হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলা হয়। এরপরই বাড়তে থাকে নিহত সংখ্যা। শেষপর্যন্ত ৩৫৯ এ গিয়ে ঠেকে। যা থেকে পরে গণনায় ভুল হয় বলে ১০৬ জন কমে ২৫৩ তে এসে দাঁড়ায়।
এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত তাদের তদন্তে সিরিয়া ও মিশরের বিদেশিসহ অন্তত ৭৬ জনকে আটক করেছে।
এদিকে, মঙ্গলবার (২৩ এপ্রিল) হামলাটির দায় স্বীকার করে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। প্রমাণ হিসেবে হামলাকারীদের বেশ কয়েকটি ছবিও প্রকাশ করে সংগঠনটি।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
এসএ/টিএ