ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ত্র বাণিজ্য চুক্তি থেকে ‘বেরিয়ে’ যাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
অস্ত্র বাণিজ্য চুক্তি থেকে ‘বেরিয়ে’ যাচ্ছে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প।

ঢাকা: যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য চুক্তি (এটিটি) থেকে বেরিয়ে আসছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার (২৬ এপ্রিল) ইন্ডিয়ানায় ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনে দেয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।  

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি ক্ষমতায় থাকাকালে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব কারো কাছে সমর্পণ করা হবে না।

আমাদের স্বাধীনতাতেও কাউকে হস্তক্ষেপ করতে দেয়া হবে না।

‘তাই আমরা এ চুক্তি থেকে বেরিয়ে আসবো। এ ব্যাপারে জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে নোটিস দেয়া হবে। ’

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, চুক্তিটি দেশটির মানুষের অস্ত্র বহনের অধিকারের জন্য হুমকিস্বরুপ।

ট্রাম্পের বক্তব্যের পর হোয়াইট হাউজ জানায়, এ চুক্তি বিভিন্ন দেশের মধ্যে অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণে ব্যর্থ। কারণ রাশিয়া ও চীনের মতো শীর্ষস্থানীয় অস্ত্র রফতানিকারক দেশই এ চুক্তির আওতায় নেই।

২০১৩ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতায় থাকাকালে বিভিন্ন দেশের মধ্যকার অস্ত্র বিক্রি নিয়ন্ত্রণে করা এ চুক্তিতে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র।  

অস্ত্র রফতানির তালিকায় বিশ্বে প্রথমেই রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। এরপরেই রয়েছে রাশিয়া।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
এসএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।