ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৩ নিরাপত্তাকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৩ নিরাপত্তাকর্মী নিহত

ঢাকা: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে বোমা বিস্ফোরণের ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২৭ এপ্রিল) বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা রেহমাত খান বলেন, আফগান সীমান্তবর্তী শহর উত্তর ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর একটি চেকপয়েন্টে বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

এতে আধা-সামরিক বাহিনীরও এক সদস্য আহত হন।

এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে তালেবান ও আল-কায়েদাসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠী এ অঞ্চলে হামলা চালিয়ে থাকে।

সাম্প্রতিক বছরগুলোতে সামরিক অভিযান চালিয়ে দেশটি থেকে জঙ্গি নির্মূল করা হয়েছে বলে দাবি করছে পাকিস্তান। তবে এরপরও দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায়ই এ ধরনের হামলা হয়।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।