ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গুজরাটে ৪৪ ডিগ্রি তাপমাত্রা, ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
গুজরাটে ৪৪ ডিগ্রি তাপমাত্রা, ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি তাপমাত্রার প্রতীকী ছবি

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে হঠাৎ করে তাবদাহ শুরু হওয়ায় ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি (পরবর্তী পরিস্থিতির জন্য সঠিক পন্থায় প্রস্তুতি নেওয়া) করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। একইসঙ্গে তাপমাত্রা ৪৪ ডিগ্রি স্পর্শ করায় জনগণের স্বাস্থ্যের বিষয় বিবেচনায় নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের কথাও বলা হয়েছে।

আর তাপদাহের এ পরিস্থিতি পরবর্তী ৪৮ ঘণ্টা বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সুরাট মিউনিসিপ্যাল করপোরেশনের চিকিৎসক ড. মাহেন্দ্র প্যাটেল ভারতীয় একটি সংবাদ সংস্থাকে বলেন, সব বিআরটিএস (বাস র‌্যাপিড ট্রানজিট) বাস স্ট্যান্ডে ওরস্যালাইন রাখতে বলা হয়েছে।

এছাড়া মিউনিসিপ্যাল করপোরেশনকে বিভিন্ন এলাকায় পানির ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

এছাড়া সর্তকতামূলক পদক্ষেপ হিসেবে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।  

এর আগে গত শুক্রবার (২৬ এপ্রিল) এল ডোরাডো ওয়েদার ওয়েবসাইট এক প্রতিবেদনে জানায়, মধ্যপ্রদেশের খারগনে সেদিন ৪৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া মহারাষ্ট্রের ভিদরবা অঞ্চলের আকোলায় ৪৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।