ঢাকা, মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, মে ৪, ২০১৯
মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

ঢাকা: মিশরের দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় সুদানের পাঁচ নাগরিকসহ ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শুক্রবার (৩ মে) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

কায়রোর দক্ষিণাঞ্চলের কেনা প্রদেশের গর্ভনর জেনারেল আবদেল হামিদ আল-হাগান বলেন, বাসে করে সুদান থেকে মিশরের রাজধানী কায়রোতে যাচ্ছিলেন সুদানের নাগরিকরা।

সেসময় একটি ট্রাকের সঙ্গে তাদের বহনকারী বাসের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে সুদানের পাঁচ নাগরিক এবং মিশরীয় চালক নিহত হন। এছাড়া দুর্ঘটনায় সুদানের ৪৯ নাগরিক ও এক মিশরীয় নাগরিক আহত হয়েছেন।

মিশরে সঠিক ব্যবস্থাপনার অভাব এবং ট্রাফিক আইনের প্রয়োগ না থাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা হয়ে থাকে।

আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার (ডব্লিইএইচও) মতে, প্রতি বছরই সড়ক দুর্ঘটনায় দেশটিতে প্রায় ১২ হাজার মানুষের মৃত্যু হয়।

অন্যদিকে দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থার হিসেবে দেখা গেছে, ২০১৭ সালে দেশটিতে প্রায় ১১ হাজার সড়ক দুর্ঘটনা ঘটেছে।  

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মে ০৩, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।