ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

আফগানিস্তানে তালেবান হামলায় ৭ পুলিশ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, মে ৪, ২০১৯
আফগানিস্তানে তালেবান হামলায় ৭ পুলিশ সদস্য নিহত

ঢাকা: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় বাদঘিস প্রদেশে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে তালেবান গোষ্ঠীর হামলায় সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (৩ মে) রাতে প্রদেশের কাদিস জেলায় ওই হামলা হয় বলে শনিবার (৪ মে) জানান প্রাদেশিক পরিষদের কর্মকর্তা মোহাম্মাদ নাসের নাজারি।

তবে এ হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি তালেবান।

 

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শুক্রবার রাতেই পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে আফগান বাহিনীর সঙ্গে মিলিয়ে পশ্চিমা জোটের দু’টি পৃথক বিমান হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ৪৩ সদস্য নিহত হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতি থেকে জানা যায়, চাপারা জেলার এ হামলায় নিহত জঙ্গিদের মধ্যে পাকিস্তান ও উজবেকিস্তানের নাগরিকও রয়েছে।

তালেবান ও আইএস- এ দু’টি গোষ্ঠীই আফগানিস্তানের পূর্বাঞ্চলের পাকিস্তান সীমান্তবর্তী প্রদেশ কুনার এবং নাঙ্গারহারে সক্রিয়ভাবে হামলা চালিয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।