ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টানা ১২৬ ঘণ্টা নেচে নেপালিজ কন্যার বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, মে ৫, ২০১৯
টানা ১২৬ ঘণ্টা নেচে নেপালিজ কন্যার বিশ্বরেকর্ড বন্দনা নেপাল। ছবি: সংগৃহীত

ঢাকা: একটানা ১২৬ ঘণ্টা নেচে বিশ্বরেকর্ড গড়েছেন নেপালের এক তরুণী। ১৮ বছর বয়সী ওই তরুণীর নাম বন্দনা নেপাল।

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি শনিবার (৪ মে) কাঠমান্ডুতে তার সরকারি বাসভবনে ডেকে বন্দনাকে পুরস্কৃত করেছেন।

এই তরুণী নেপালের পূর্বাঞ্চলীয় ধানকুটা জেলার বাসিন্দা।

গত শুক্রবার (৩ মে) তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।

গত নভেম্বরের ২৩ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত কাঠমাণ্ডুর একটি হলে নাচেন বন্দনা। সেসময় স্বজন-শুভানুধ্যায়ী ও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের প্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন বন ও পরিবেশমন্ত্রী শক্তি বসনেতও। মুগ্ধ হয়ে সবাই বন্দনার নাচ উপভোগ করেন।

গত নভেম্বরের ২৩ থেকে ২৮ তারিখ পর্যন্ত একটানা নাচেন বন্দনা।  ছবি: সংগৃহীত

নিয়ম অনুযায়ী প্রতি ঘণ্টায় ঘণ্টায় কেবল পানাহার ও ফ্রেশ হওয়ার জন্য পাঁচ মিনিট সময় নিয়েছিলেন বন্দনা।

এতোদিন ‘দীর্ঘতম একক নৃত্যে’র রেকর্ডটি ছিলো কালামান্দালাম হেমলতা নামে এক ভারতীয় তরুণীর দখলে। ২০১১ সাল তিনি টানা ১২৩ ঘণ্টা ১৫ মিনিট নেচে ওই রেকর্ড গড়েছিলেন।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, মে ০৫, ২০১৯
একে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।