ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শিলিগুড়িতে অস্থায়ী ক্যাম্প করে ভিসা দিল বাংলাদেশ

রক্তিম দাশ, কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, জুন ২১, ২০১০

কলকাতা : কলকাতা, নয়াদিল্লি ও আগরতলার ভিসা অফিসের বাইরে এই প্রথম ভারতের অন্য কোনো শহরে অস্থায়ী ভিসা ক্যাম্প করে বাংলাদেশ ভ্রমণে ইচ্ছুক ভারতীয়দের ভিসা দেওয়া হল।

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের ভিসা কনস্যুলার মুহম্মদ শামসুল আমিন আজ কলকাতায় বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি-কে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি শহরে একদিনের জন্য এই ভিসা ক্যাম্পের আয়োজন করা হয়।

আবেদনকারী সবাইকেই বাংলাদেশ সরকারের প থেকে ভিসা দেওয়া হয়েছে।

উপ-দূতাবাস সূত্রে জানা গেছে, গত ১৯ জুন (শনিবার) স্থানীয় সময় সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত শিলিগুড়ির সেবক রোডে অবস্থিত সোনালী ব্যাঙ্ক কার্যালয়ে ভিসা সংক্রান্ত আবেদন গ্রহণ করা হয়। বিকেলে আবেদনকারী ১৩০ জনকে ভিসা দেওয়া হয়। এর মধ্যে কয়েকজন ব্যবসায়ীকে মাল্টিপল ভিসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় : ১৯০০ ঘন্টা, ২১জুন ২০১০
আরডি/এএইচএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।