ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

মেক্সিকো সীমান্তে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মে ৭, ২০১৯
মেক্সিকো সীমান্তে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৩ বিধ্বস্ত উড়োজাহাজ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্তে ১৩জনের প্রাণহানি ঘটেছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাস ও মেক্সিকোর নুয়েবো লিয়ন শহরের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

সোমবার (০৭ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এমন তথ্য জানানো হয়েছে।  

মেক্সিকোর কোয়াহুইলা স্টেট সরকারের বিবৃতিতে বলা হয়, ওকাম্পোর উত্তরাঞ্চলে একটি দূরবর্তী পাহাড়ি অধ্যুষিত এলাকায় প্লেনটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

 

দেশটির স্থানীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, প্লেনটি চুর্ণ হয়ে আশপাশে ছড়িয়ে রয়েছে এর ধ্বংসবশেষের অংশ।  কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনায় প্লেনে থাকা ১৩জনই নিহত হয়েছেন।  

মেক্সিকান সংবাদমাধ্যম বলছে, লাস ভেগাসে গত শনিবার (০৪ মে) মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের দুই কুস্তিগীরের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উড়োজাহাজের আরোহীরা ওই প্রতিযোগিতা উপভোগ করতে গিয়েছিলেন।  তারা কোন দেশের নাগরিক তা এখনও নির্দিষ্ট করে জানা যায়নি।  

তবে নিহতদের বয়স ১৯ থেকে ৫৭ বছরের মধ্যে বলে জানানো হয়েছে খবরে।  

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, মে ০৭, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।