ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টুইটারে বিজেপির ফলোয়ার ছাড়ালো ১ কোটি ১০ লাখ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, মে ১১, ২০১৯
টুইটারে বিজেপির ফলোয়ার ছাড়ালো ১ কোটি ১০ লাখ

ঢাকা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) টুইটার অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা এক কোটি ১০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে দলটির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া।

শনিবার (১১ মে) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানান অমিত মালভিয়া।

অন্যদিকে টুইটারে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী দল কংগ্রেসের ফলোয়ার সংখ্যা ৫১ লাখ ৪০ হাজার, যা বিজেপির অর্ধেক।

তবে টুইটারে বিজেপির অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা এক কোটি ১০ লাখ হলেও দলটির প্রধান নরেন্দ্র মোদীর অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা প্রায় ৪ কোটি ৭২ হাজার। টুইটারে সর্বোচ্চ ফলোয়ারের দিক দিয়ে ভারতে প্রথম ও বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছেন তিনি।  

অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজেপির প্রতিদ্বন্দ্বী দল কংগ্রেসের প্রধান রাহুল গান্ধীর ফলোয়ার সংখ্যা ৯৪ লাখ, যা মোদীর চেয়ে কয়েকগুন কম।

টুইটারে ফলোয়ারের দিক দিয়ে বিশ্বে প্রথম অবস্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তার ফলোয়ার সংখ্যা ১০ কোটি ৬০ লাখেরও বেশি। আর দ্বিতীয় অবস্থানে থাকা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফলোয়ার সংখ্যা ছয় কোটি দুই লাখ।

তবে মোদীর জনপ্রিয়তা শুধুমাত্র টুইটারেই সীমাবদ্ধ নয়। সামাজিক যোগাযোগের সবগুলো মাধ্যমেই রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা।

অনলাইন ভিজিবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং এসএএএস প্ল্যাটফর্ম (এসইএমরাস) এর দেওয়া তথ্য থেকে জানা যায়, টুইটার, ফেসবুক ও ইনসটাগ্রাম মিলিয়ে ১১ কোটি নয় লাখ ১২ হাজার ৬৪৮ জন ভক্ত রয়েছে মোদীর।

এক্ষেত্রেও এগিয়ে রয়েছেন বারাক ওবামাই। তার মোট ভক্তের সংখ্যা ১৮ কোটি ২৭ লাখ দশ হাজার ৭৭৭ জন।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, মে ১০, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।