ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওয়েলসে ব্যস্ত মহাসড়কে আছড়ে পড়লো প্লেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, মে ১২, ২০১৯
ওয়েলসে ব্যস্ত মহাসড়কে আছড়ে পড়লো প্লেন দুর্ঘটনার ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েলসের দক্ষিণাঞ্চলে প্লেন দুর্ঘটনায় পড়লেও আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে গেছেন তিন আরোহী। বিদ্যুতের তারে জড়িয়ে ব্যস্ত মহাসড়কে আছড়ে পড়ে ছোট প্লেনটি। ভাগ্যক্রমে কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লাগেনি তাদের।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, রোববার (১২ মে) স্থানীয় সময় সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে তাদের আঘাত গুরুতর নয়।

দক্ষিণ ওয়েলসের ওই মহাসড়কটির পাশেই একটি ব্যক্তিগত রানওয়ে রয়েছে। প্লেনটি সেখান থেকেই ছেড়ে এসেছিল বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর গাছের উপর দিয়ে কালো ধোঁয়া উড়ছে। সড়কে লাইন দিয়ে যানবাহন দাঁড়িয়ে রয়েছে।

কেলি হেল নামে এক নারী ফেসবুকে জানান, তার সঙ্গী ঘটনাস্থলেই ছিলেন। তিনি (সঙ্গী) দেখেন, এক ব্যক্তি জীবনের ঝুঁকি নিয়ে আহতদের প্লেন থেকে টেনে বের করছেন।

পুলিশ জানায়, প্লেন দুর্ঘটনার জায়গা ঘিরে রাখা হয়েছে। জরুরি সেবাসহ বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে পৌঁছেছেন। সড়ক বন্ধ থাকায় বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মে ১২, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।