ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বুর্কিনা ফাসোতে গির্জায় হামলা, যাজকসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, মে ১৩, ২০১৯
বুর্কিনা ফাসোতে গির্জায় হামলা, যাজকসহ নিহত ৬

পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে এক বন্দুকধারীর হামলায় গির্জার যাজকসহ অন্তত ৬ জন নিহত হয়েছে।

রোববার (১২ মে) দেশটির স্থানীয় সময় ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় ৯টার দিকে উত্তর বুর্কিনা ফাসোর ডাব্লোতে একটি গির্জায় গণঅনুষ্ঠান চলাকালে ২০-৩০ জনের একটি দল গির্জা আগুনে পুড়িয়ে ফেলার হুমকি দেয়। পরে গির্জায় একজন সশস্ত্র ব্যক্তি ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। আহত হয়েছে অনেকে।

ডাব্লোর মেয়র ওসমান জংগো সংবাদ মাধ্যমকে বলেন, সশস্ত্র এক ব্যক্তি ক্যাথলিক গির্জার ভেতরে ঢুকে হামলা চালালে মানুষ আতঙ্কিত হয়ে ছুটতে থাকে। শহরে এখন আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। মানুষজন ঘর থেকে বের হচ্ছে না। দোকানপাটও বন্ধ হয়ে গেছে। শহরজুড়ে ভূতুড়ে পরিবেশ বিরাজ করছে।

২০১৬ সালের পর বুর্কিনা ফাসোতে জিহাদি সহিংসতা ছড়িয়ে পড়েছে। দেড় মাসের মাথায় গির্জায় এটি ৩য় হামলার ঘটনা ঘটলো।

বাংলাদেশ সময় : ২৩১০ ঘণ্টা, মে ১২, ২০১৯
টিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।