ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

আফগানিস্তানে তালেবান হামলায় ৭ নিরাপত্তাকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মে ১৩, ২০১৯
আফগানিস্তানে তালেবান হামলায় ৭ নিরাপত্তাকর্মী নিহত

ঢাকা: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় সারি পুল প্রদেশে তালেবান গোষ্ঠীর হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত ও পাঁচ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

রোববার (১২ মে) রাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সারি পুলের প্রাদেশিক পরিষদের প্রধান মোহাম্মাদ নুর রাহমানি বলেন, প্রদেশটির রাজধানীতে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলা চালায় তালেবানরা।

এতে নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত ও পাঁচ সদস্য আহত হন।

এছাড়া তালেবানরা নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে অপহরণ করেছে বলেও জানান তিনি।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জাবি আমানি বলেন, হামলার পর তালেবানদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর কয়েক ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে চার তালেবান সদস্য নিহত হয়।

যদিও তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে তালেবানরাই এ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক কর্মকর্তারা। কারণ প্রদেশটিতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে প্রায়ই হামলা চালিয়ে থাকে তালেবানরা।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।