ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে ভারী বর্ষণ-বন্যায় ২৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, মে ২৫, ২০১৯
আফগানিস্তানে ভারী বর্ষণ-বন্যায় ২৪ জনের প্রাণহানি

ঢাকা: আফগানিস্তানে দুই দিনব্যাপী ভারী বর্ষণ ও বন্যায় ২৪ জনের প্রাণহানি হয়েছে। আর আহত হয়েছেন অন্তত ১১ জন।

শনিবার (২৫ মে) দেশটির কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

জানা যায়, দেশটিতে বিগত দুই দিনে ভারী বর্ষণ ও বন্যায় এখন পর্যন্ত ২৪ জনের প্রাণহানি হয়েছে।

এছাড়া আহত হয়েছেন অন্তত ১১ জন।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা বিষয়ক মন্ত্রণালয় জানায়, ভারী বর্ষণ ও বন্যায় দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে রাজধানী কাবুলসহ ছয়টি প্রদেশই ক্ষতিগ্রস্ত হয়েছে।  

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত বামইয়ান প্রদেশের সেবার জেলা থেকে অন্তত ৫০০ জনকে উদ্ধার করা হয়েছে। দেশব্যাপী এ বন্যায় প্রায় দুই শতাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে গেছে। আর ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১১৬ টি বাড়িঘর।

২০১৯ সালে এখন পর্যন্ত ভারী বর্ষণ ও বন্যায় দেশটিতে প্রায় ১৫০ জনের প্রাণহানি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ২৫, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।