ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জরিমানা থেকে বাঁচিয়ে দিলো ‘পবিত্র আত্মা’!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, মে ২৮, ২০১৯
জরিমানা থেকে বাঁচিয়ে দিলো ‘পবিত্র আত্মা’! ড্রাইভারের মুখ ঢেকে আছে ঘুঘু পাখির ডানায়। ছবি: সংগৃহীত

ঢাকা: নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে গাড়ি চালাচ্ছিলেন এক ড্রাইভার। সড়কের পাশে ট্রাফিকের ক্যামেরায় সে দৃশ্য ধরাও পড়েছে। তারপরও জরিমানার হাত থেকে বেঁচে গেলেন তিনি। কারণ, ক্যামেরায় তার চেহারা ঢেকে দিয়েছে এক ‘পবিত্র আত্মা’!

না, কোনো ভূত-প্রেত নয়। ওই ড্রাইভারকে বাঁচিয়ে দিয়েছে আসলে একটি সাদা ঘুঘু পাখি।

খ্রিস্টানদের কাছে পাখিটি অত্যন্ত পবিত্র। তারা ঘুঘু পাখিকে ঈশ্বরের প্রতিচ্ছবি বলে মনে করেন।

সম্প্রতি জার্মানির ভিয়েরসেন শহরের কাছে ঘটেছে এ ঘটনা।

শহরের এক পুলিশ কর্মকর্তা বলেন, ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিসীমার সড়কে ওই ড্রাইভার ৫৪ কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছিলেন। এ কারণে তার তার ১০৫ ইউরো জরিমানা হওয়ার কথা। তবে, এবারের মতো বেঁচে গেছেন তিনি। ট্রাফিক ক্যামেরায় গাড়ির ছবি ধরা পড়লেও, ড্রাইভারের মুখ দেখা যায়নি।  

‘কারণ দুই ডানা দিয়ে তাকে ঢেকে রেখেছিল এক ‘পবিত্র আত্মা’। ঘটনাটি কাকতালীয় হলেও, এটাকে প্রতীকী মনে করে ড্রাইভারকে এবারের মতো ছেড়ে দেওয়া হয়েছে। ’ 

তিনি বলেন, আশা করি, এ থেকে শিক্ষা নিয়ে এখন থেকে নিয়ম মেনেই গাড়ি চালাবেন তিনি (ড্রাইভার)।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মে ২৮, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।