ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‘পানির জন্য লড়াইয়ে’ মধ্য প্রদেশে ১৫ বানরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জুন ৮, ২০১৯
‘পানির জন্য লড়াইয়ে’ মধ্য প্রদেশে ১৫ বানরের মৃত্যু ফাইল ফটো

ঢাকা: বেশ কিছুদিন ধরেই তীব্র তাপদাহে পুড়ছে ভারত। দেশটির বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়েছে। পানির জন্য হাহাকার শুধু ইট-পাথরের শহরেই নয়, ছড়িয়ে পড়েছে ঘন জঙ্গলেও। বেঁচে থাকার লড়াইয়ে এ পর্যন্ত ১৫টি বানর মারা গেছে বলে জানিয়েছেন দেশটির বন কর্মকর্তারা। 

সম্প্রতি মধ্য প্রদেশের দেবাস জেলার পুঞ্জাপুরা বনাঞ্চলে ছাগল চরাতে গিয়ে একাধিক বানরের মরদেহ দেখতে পায় এক কিশোর। সে বিষয়টি স্থানীয়দের জানালে তারা বন বিভাগে খবর দেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, জেলা বন কর্মকর্তা পিএন মিশ্রর নেতৃত্বে ঘটনাস্থলে যায় একটি তদন্ত দল। বৃহস্পতিবার (৬ জুন) সেখানকার একটি গুহার ভেতরে-বাইরে নয়টি বানরের মরদেহ পাওয়া যায়। শুক্রবার (৭ জুন) পাওয়া যায় আরও ছয়টি মরদেহ।

জেলা বন কর্মকর্তা কলেন, ১৫টি বানরের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। পানির জন্য লড়াইসহ সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হবে।  

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, এ দলটিতে ৩০ থেকে ৩৫টি বানর ছিল। এ এলাকায় এ ধরনের আরও পাঁচ-ছয়টি দল রয়েছে।  

গরমে নদীর পানি শুকিয়ে গেলেও, বনের ছোট ছোট খাল ও গর্তগুলোতে এখনো পানি পাওয়া যাচ্ছে বলে জানান এ বন কর্মকর্তা।

পিএন মিশ্র বলেন, পানির এ এলাকাটি সম্ভবত বানরের বড় কোনো দল দখলে নিয়েছে। হতে পারে, তারা ছোট দলটিকে ভয় দেখিয়ে গুহার বাইরে আসতে দেয়নি। এতে, পানি না পেয়ে হৃদযন্ত্র বন্ধ হয়ে বানরগুলো মারা গেছে।  

পুঞ্জাপুরার সরকারি পশুচিকিৎসক ডা. অরুণ মিশ্র বলেন, ময়নাতদন্তে দেখা গেছে, বানরগুলো হাইপারথারমিয়া বা হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছে।

তৃণভোজী প্রাণীদের মধ্যে এ ধরনের দ্বন্দ্বের ঘটনা বেশ বিরল বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জুন ০৮, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।