ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‘ভুল করে’ প্লেনের ইমারজেন্সি দরজা খোলায় ৭ ঘণ্টা বিলম্ব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জুন ৯, ২০১৯
‘ভুল করে’ প্লেনের ইমারজেন্সি দরজা খোলায় ৭ ঘণ্টা বিলম্ব ইমারজেন্সি দরজা খোলা পাকিস্তান এয়ারলাইন্সের প্লেন। ছবি: সংগৃহীত

ঢাকা: তিন ডজনের বেশি যাত্রী নিয়ে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্সের (পিআইএ) একটি ফ্লাইট। হঠাৎ ভুল করে প্লেনের ইমারজেন্সি দরজা খুলে ফেলেন এক যাত্রী। এতে নির্ধারিত সময়ের সাত ঘণ্টা পর আকাশে ওড়ে প্লেনটি।

গত শুক্রবার (৭ জুন) রাতে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিমানবন্দরে ঘটেছে এ ঘটনা।

পিআইএ মুখপাত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ম্যানচেস্টার থেকে ইসলামাবাদে আসছিল পিকে-৭০২ ফ্লাইটটি।

হঠাৎ এক যাত্রী প্লেনের ইমারজেন্সে দরজা খুলে ফেলেন। নিয়মানুযায়ী, সব যাত্রী ও তাদের লাগেজগুলো নামিয়ে দিতে হয়েছে। এতে ফ্লাইটটির সাত ঘণ্টা দেরি হয়।  

যাত্রীদের প্লেন থেকে নামিয়ে হোটেলে পৌঁছে দেওয়া হয়। সুবিধামতো তাদের পরবর্তী ফ্লাইটে আনা হবে বলেও জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ০৯, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।