ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভবনের ওপর ক্রেন ধসে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জুন ১০, ২০১৯
যুক্তরাষ্ট্রে ভবনের ওপর ক্রেন ধসে নিহত ১ এলান সিটি লাইটস অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ওপর ক্রেন ভেঙে পড়ে। ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের ডালাসে একটি অ্যাপার্টমেন্ট ভবনের ওপর ক্রেন ধসে এক নারী নিহত ও অন্তত ছয় জন গুরুতর আহত হয়েছেন। 

স্থানীয় সময় রোববার (৯ জুন) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর জন্য খারাপ আবহাওয়াকে দায়ী করেছে কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যগুলো জানায়, রোববার সকাল সাড়ে ১১টার দিকে ডালাসসহ আশপাশের এলাকায় ঝড়ো হাওয়া বইতে শুরু করে। এতে অসংখ্য গাছপালা উপড়ে যায়। দুপুর ২টার দিকে এলান সিটি লাইটস অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ওপর একটি ক্রেন ভেঙে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঝড়ো হাওয়ায় ক্রেনটি ভয়ঙ্করভাবে দুলছে। কিছুক্ষণ পরেই এর ভাঙা অংশ ভবনসহ নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকে।  

আহত ও নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী কুকুর নিয়ে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুন ১০, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।