ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টিকটকের জন্য ঝরে গেল আরও একটি প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৯
টিকটকের জন্য ঝরে গেল আরও একটি প্রাণ প্রতীকী ছবি

ঢাকা: বিশ্বের জনপ্রিয় ও আলোচিত ভিডিও অ্যাপ টিকটক ব্যবহার নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে আত্মহত্যা করেছেন ভারতের এক নারী। 

বৃহস্পতিবার (১৩ জুন) তামিলনাড়ুতে এ ঘটনা ঘটেছে।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আনিতা (২৪) নামের ওই নারী দুই সন্তানের মা।

তার স্বামী পাজানিভেল সিঙ্গাপুর থাকেন।  

টিকটকে অত্যাধিক আসক্ত হওয়ায় এ নিয়ে আনিতাকে বকাবকি করেন তার স্বামী। এতে রাগ করে বিষপানে আত্মহত্যা করেন ওই নারী। বিষপানের ভিডিও রেকর্ড করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্বামীর কাছে পাঠান তিনি।

এ ঘটনায় ইন্টারনেট দুনিয়ায় চলছে ব্যাপক সমালোচনা। বেশ কয়েকটি স্থানীয় টেলিভিশন চ্যানেলেও দেখান হয়েছে ভিডিওটি।  

ভারতে প্রতিমাসে অন্তত ১২ কোটি (১২০ মিলিয়ন) মানুষ চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক অ্যাপ ব্যবহার করে থাকেন।

টিকটক নিয়ে দ্বন্দ্বের কারণে ভারতে প্রাণহানির ঘটনা অবশ্য এটাই প্রথম নয়।

চলতি বছরের জানুয়ারিতে মুম্বাইয়ে ১৫ বছর বয়সী এক মেয়ে নিজের জন্মদিনেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দিনভর টিকটকে লেগে থাকায় এ দিন দাদি তাকে বকা দেন।

এরপর, গত এপ্রিলে দিল্লিতে টিকটক ভিডিও বানাতে গিয়ে বন্ধুর গুলিতে নিহত হন সালমান জাকির নামে ১৯ বছর বয়সী এক কিশোর।

এসব ঘটনার প্রেক্ষিতে টিকটকের মতো অ্যাপগুলো বন্ধে ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেন মাদ্রাজ হাইকোর্ট। এমনকি গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকেও সরিয়ে নেওয়া হয় টিকটক। পরে অবশ্য এ নিষেধাজ্ঞা তুলে নেন আদালত।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুন ১৪, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।