ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিদ্যুৎ না পেয়ে মন্ত্রীর সামনে কৃষকের আত্মহত্যার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
বিদ্যুৎ না পেয়ে মন্ত্রীর সামনে কৃষকের আত্মহত্যার চেষ্টা প্রতীকী ছবি

ঢাকা: দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না পেয়ে দুই মন্ত্রীর সামনে আত্মহত্যার চেষ্টা করেছেন ভারতের এক কৃষক।

শনিবার (১৫ জুন) মহারাষ্ট্রের বুলদানা জেলায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, ঈশ্বর সুপ্রাও খারাটে (৩৯) নামের ওই ব্যক্তি ভাদোড়া গ্রামের বাসিন্দা।

শনিবার মালকাপুর তালুকে অনুষ্ঠিত একটি কৃষি বিষয়ক প্রদর্শনীতে আসেন তিনি। সেখানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রনজিৎ পাতিল ও জেলা তত্ত্বাবধায়ক মন্ত্রী মদন জেরাবার উপস্থিত ছিলেন।  

প্রদর্শনী উদ্বোধনের পরপরই হঠাৎ চিৎকার শুরু করেন ওই কৃষক। তিনি বলতে থাকেন, ৩৮ বছর ধরে চেষ্টা করেও বিদ্যুৎ সংযোগ পাচ্ছে না তার পরিবার। এরপর, সবার সামনেই বিষপান করেন ঈশ্বর সুপ্রাও।  

ওই কৃষককে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।  

এ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।