ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

জার্মানিতে ২ যুদ্ধবিমানের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৮, জুন ২৪, ২০১৯
জার্মানিতে ২ যুদ্ধবিমানের সংঘর্ষ ফাইল ফটো

ঢাকা: জার্মানিতে দু’টি যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে, এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

সোমবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ২টার দিকে ম্যালচাওয়ের ফ্লিজেনজি লেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দেশটির বিমানবাহিনীর এক মুখপাত্র বলেন, দুই পাইলটই সংঘর্ষের আগে প্লেন থেকে বের হতে পেরেছেন।

তাদের খুঁজতে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, সংঘর্ষে একটি যুদ্ধবিমানের ডানা বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে, জঙ্গলের মধ্যে এক জায়গায় প্লেন দু’টি বিধ্বস্ত হয় ও এতে আগুন ধরে যায়।  

ঘটনাস্থলে বিপুল সংখ্যক উদ্ধারকর্মী পৌঁছেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।