ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সে তাপমাত্রার নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
ফ্রান্সে তাপমাত্রার নতুন রেকর্ড তীব্র তাপপ্রবাহের কারণে ফ্রান্সের বহু এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সে দেশটির ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

শুক্রবার (২৮ জুন) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় একটি শহরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে ২০০৩ সালে ৪৪ দশমিক এক সেলসিয়াস ছিল দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা।

তখন হাজারেরও বেশি লোক মারা গিয়েছিল।

তাপমাত্রা বাড়ার ঘটনাকে ঝুঁকি হিসেবে উল্লেখ করে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বুজিন বলেন, ‘সবাই ঝুঁকির মধ্যে রয়েছে। ’

দেশটির আবহাওয়া অফিস ইতোমধ্যে দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। পাশাপাশি দেশের বেশিরভাগ এলাকাতেই দ্বিতীয় সর্বোচ্চ ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর আফ্রিকা থেকে বয়ে আসা উষ্ণ বাতাসের কারণে মধ্য ইউরোপে উচ্চচাপ ও আটলান্টিক মহাসাগরে ঝড় সৃষ্টি হয়েছে। ফলে ইউরোপীয় দেশগুলোর ওপর দিয়ে বেশ কয়েকদিন ধরেই বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। জার্মানি, ফ্রান্স, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে জুন মাসে তাদের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৫০০২ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।