ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

জি২০ সম্মেলনে নিজের মগ নিয়ে গেছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
জি২০ সম্মেলনে নিজের মগ নিয়ে গেছেন পুতিন প্রতীকী ছবি

ঢাকা: জাপানের জি২০ সম্মেলনে ব্যক্তিগত মগ নিয়ে গেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চলছে নানা আলোচনা, হাসি-তামাশা। অনেকেই বলছেন, প্রায় ২০ বছর ক্ষমতায় থাকা রুশ প্রেসিডেন্ট এখন আর কাউকেই বিশ্বাস করতে পারেন না। কারও কারও দাবি, তিনি প্যারানয়ায় ভুগছেন। 

প্যারানয়া এক ধরনের মানসিক রোগ। এর কারণে রোগী সব সময় আতঙ্কে থাকেন, তাকে কেউ ধরতে আসছে বা ক্ষতি করবে।

দুই দিনব্যাপী জি২০ সম্মেলনে শুক্রবার (২৮ জুন) রাতে নৈশভোজে অংশ নেন আমন্ত্রিত অতিথিরা। এসময় অন্য দেশের রাষ্ট্রপ্রধানরা ওয়াইন গ্লাসে পান করলেও, পুতিনকে একটি সাদা তাপনিয়ন্ত্রক মগ ব্যবহার করতে দেখা যায়। সেটি দিয়েই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টোস্টিং (মদ্যপানের আগে বিশেষ প্রথা) করেন তিনি।

এর কারণ হিসেবে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বার্তা সংস্থা আরআইএ নোভস্তিকে বলেন, তিনি বারবার ওই মগ থেকে চা পান করছিলেন।

এর আগেও, ঘণ্টাব্যাপী বার্ষিক সংবাদ সম্মেলনে একই ধরনের মগ ব্যবহার করতে দেখা গেছে ৬৬ বছর বয়সী ভ্লাদিমির পুতিনকে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।