ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জুলাই ১, ২০১৯
জম্মু-কাশ্মীরে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ দুর্ঘটনা কবলিত বাস।

ঢাকা: জম্মু-কাশ্মীরের কিশত্বার জেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।

সোমবার (১ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

কিশত্বারের জেলা প্রশাসক আংরেজ সিং রানা স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, সকালে যাত্রীবাহী বাসটি কেশওয়ান-ঠাকরাই সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৩৫ জন মারা যান।

এসময় আহত হন আরও ১৭ জন যাত্রী।  

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা হতাহতদের বাইরে বের করে নিয়ে আসেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, কিশত্বার পুলিশ কন্ট্রোল রুম (পিসিআর) জানিয়েছে, যাত্রীবাহী বাসটি কিশত্বার যাওয়ার পথে একটি মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত তিন যাত্রীকে উদ্ধার করে হেলিকপ্টারে জম্মু সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।  

এ ঘটনায় জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এক টুইটবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জুলাই ০১, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।