ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৪ ছাগলসহ ১০ কোটি রুপির মালিক ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, জুলাই ৩, ২০১৯
৪ ছাগলসহ ১০ কোটি রুপির মালিক ইমরান খান ইমরান খান। ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মোট সম্পদের পরিমাণ ১০ কোটি ৮০ লাখ রুপি। রয়েছে তিনটি বৈদেশিক মুদ্রার অ্যাকাউন্ট। পাশাপাশি, চারটি ছাগলেরও মালিক তিনি।

মঙ্গলবার (২ জুলাই) পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) বরাতে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

ক্রিকেটার থেকে রাজনীবিদ বনে যাওয়া ইমরান খান তার সম্পদ বিবরণীতে জানিয়েছেন, ইসলামাবাদের অদূরে বানি গালার প্রাসাদোপম বাড়িটি তিনি উপহার হিসেবে পেয়েছেন।

তার স্ত্রী বুশরা বিবির নামেও বানি গালায় একটি বাড়ি, পাকপত্তন ও ওকারায় জমি রয়েছে।

মার্কিন ডলার, ইউরো ও পাউন্ড স্টার্লিং-এ তিনটি বৈদেশিক মুদ্রার অ্যাকাউন্ট রয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানের।

পাশাপাশি, ১৫০ একর কৃষিজমি ও ৫০ হাজার রুপি দামের চারটি ছাগল রয়েছে ইমরান খানের।

ইসিপির তথ্যমতে, দেশটির রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে ধনী হচ্ছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১৫০ কোটি রুপি।  

দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সম্পদের পরিমাণ প্রায় ৬৬ কোটি রুপি। তার এক কোটি রুপি মূল্যের পশু-পাখি ও ১ কোটি ৬৬ লাখ রুপি মূল্যের অস্ত্রশস্ত্র রয়েছে। এছাড়া, দুবাইয়ে যৌথ মালিকানায় তার দু’টি বাড়ি আছে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, পিপিপির জ্যেষ্ঠ নেতা খুরশেদ শাহর সম্পদের পরিমাণ প্রায় ৬ কোটি রুপি।

বিরোধী দলের নেতা শেহবাজ শরীফের মোট সম্পদ ১৮ কোটি ৯০ লাখ রুপি। তবে, তার দুই স্ত্রী নুসরাত শেহবাজ ও তেহমিনা দুররানির সম্পদ রয়েছে যথাক্রমে ২৩ কোটি ও ৫ কোটি রুপির।

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।